, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পেরুর বিপক্ষে ‘বেঞ্চের শক্তি’ পরখ করতে চান স্কালোনি

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ০৩:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৪ ০৩:৪২:০৬ অপরাহ্ন
পেরুর বিপক্ষে ‘বেঞ্চের শক্তি’ পরখ করতে চান স্কালোনি
এবার চিলিকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কোপার শেষ আটে জায়গা পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তেমন কোনো বাড়তি চাপ নিতে হচ্ছে না আলবিসেলেস্তেদের। সে কারণেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বেঞ্চের পরীক্ষা করা ইঙ্গিত দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি। দলের তরুণ খেলোয়াড়দের বড় মঞ্চে ঝালিয়ে দেখতে চান তিনি।

আসরে গ্রুপ পর্বের দুই ম্যাচেই স্কোয়াডে ছিলেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু কোনোটিতেই এই ম্যানইউ ফরোয়ার্ডকে মাঠে নামাননি কোচ। চিলির বিপক্ষে ম‍্যাচ শেষে গারনাচোকে নিয়ে বলার সময় পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইঙ্গিত দেন স্কালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, আমরা তাকে পরখ করে দেখতে চাই কারণ সে তরুণ ও নতুন খেলোয়াড়। মাঝেমধ্যে তো মনে হয় তাকে ম্যাচে নামাতে পারি। কিন্তু ম্যাচ যখন এগোয়, তখন মনে হয়, এটা উপযুক্ত ম্যাচ নয় তাকে নামানোর। আশা করি, তরুণ ফুটবলারদের যখন সুযোগ দেওয়া হবে, তারা সেটা কাজে লাগাতে পারবে।

উল্লেখ্য, চিলির বিপক্ষে ডানপায়ে চোট পান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যদিও পুরো ম্যাচ খেলেছেন তিনি, তবে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দিতে পারেন কোচ স্কালোনি। চলতি আসরে টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। রোববার (৩০ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে তারা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা