, রবিবার, ৩০ জুন ২০২৪ , ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


তুফান ১০০ কোটি আয় করলে ২৫ কোটি আমার: শাকিব খান

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৪ ০৪:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ০৪:৩৫:০৫ অপরাহ্ন
তুফান ১০০ কোটি আয় করলে ২৫ কোটি আমার: শাকিব খান
কোনো ঈদে সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন তিনি।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে ‘তুফান’। গত ২৪ জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেছেন শাকিব। হলে তার সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী, নাবিলা, রায়হান রাফীসহ সিনেমার সব কলাকুশলীরা। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান ১০০ কোটি আয় করলে ২৫ কোটি তিনি নেবেন।
 
এ প্রসঙ্গে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব কখন সিনেমাটা দেখব। আমার দেশের সব মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। ‘তুফান’ ১০০ কোটি আয় করলে আমার ২৫ কোটি। আর যদি ২০০ কোটি আয় করে তাহলে ৫০ কোটি আমার।

রায়হান রাফী বলেন, সিনোমটা দেখেন যা ভালো লাগে আমাদের বলেন। দোয়া করবেন সামনে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি দর্শকদের। জানা গেছে, নব্বই দশকের একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি, আলফা আই এবং ভারতের এসভিএফের যৌথ প্রযোজনার নির্মিত হয়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমায় শাকিব, মিমি, নাবিলা ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু ও মিশা সওদাগরসহ অনেকেই।
যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের, আহত ১২

যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের, আহত ১২