, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ভারত–অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ক্ষতি হবে বাংলাদেশের!

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ০২:৫৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ০২:৫৮:২৯ অপরাহ্ন
ভারত–অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ক্ষতি হবে বাংলাদেশের!
এবার সুপার এইটে আফগানিস্তানের কাছে বড় ধাক্কা খেয়েছে বর্তমান টি-টোয়েন্টির অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করার ক্ষেত্রে দু’দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু বৃষ্টিতে হাইভোল্টেজ এই ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস দেয়ার ওয়েবসাইটে আকুওয়েদার লিখেছে, ‘থেমে থেমে বৃষ্টি আর বজ্রঝড়ের পূর্বাভাস আছে।’ আকুওয়েদারের প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ।

এদিকে সুপার এইটের গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ক্ষতি হবে অজিদের। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩।

তাদের তখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) সকালে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে আফগানিস্তান জিতলে সুপার এইট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।