, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কারাগারেও নেচে-গেয়ে দিন কাটছে টিকটকার মামুনের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ০২:১৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ০২:১৩:০৮ অপরাহ্ন
কারাগারেও নেচে-গেয়ে দিন কাটছে টিকটকার মামুনের
এখন টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫) বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন। কথায় আছে ডেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক তেমনই প্রিন্স মামুনের দিন কাটছে কারাগারে নেচে গেয়ে। ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের নিয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় তাকে।
 
সম্প্রতি এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করছেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা আক্তার।

এরপর মামুনকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মামুনুর রশীদ এ রায় দেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারাগার হচ্ছে সংশোধনাগার। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। সেখানে মামুন গান-বাজনা করেছে। আমরা চাই সংস্কৃতিচর্চার মাধ্যমে বন্দিদের মানসিক উৎকর্ষ সাধিত হোক। তাই আমরা নিজেরাই তার গান রেকর্ড করেছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস