, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ১১:১৩:৪৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল
চলছে বিশ্বের সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপের ৪৮তম আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ পর্যন্ত মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে আলবিসেলেস্তেরা ২-০ গোলে কানাডাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে।

তবে এখন পর্যন্ত মাঠে নামেনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিল। তারা আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) ভোরে কোস্টারিকার বিপক্ষে কোপায় প্রথম ম্যাচ খেলবে। সাম্প্রতিক ফর্মের বিচারে এবারের কোপার শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়া-আলভারেজরা রয়েছেন দারুণ ছন্দে।

গত আসরে ২০২১ সালে ব্রাজিলের মারাকানায় তাদের হারিয়েই ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবেসিলেস্তারা। এছাড়াও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দু’দলের সবশেষ দেখায় সেলেসাওদের কাছে নাস্তানাবুদ হয় আর্জেন্টিনা। তাইতো ফুটবলবোদ্ধারা কোপার শিরোপা জয়ের ক্ষেত্রে ব্রাজিলের চেয়ে তিনবারের বিশ্বজয়ীদের বেশ এগিয়ে রাখছেন।

তবে একটিতে আর্জেন্টিনাকে অনেক বড় ব্যবধানে পরাজিত করেছে ব্রাজিল। সম্প্রতি ফোর্বস কোপা আমেরিকায় অংশ নেয়া দলগুলোর স্কোয়াডের বাজারমূল্য প্রকাশ করা হয়েছে। যেখানে মেসিদের চেয়ে বেশ এগিয়ে ভিনিসিয়ুস জুনিয়ররা। বলা যায়, আর্জেন্টিনাকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

শীর্ষে থাকা ব্রাজিল জাতীয় দলের মূল্য ১.৩৫৩ বিলিয়ন ডলার, মূলত রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের উপস্থিতির কারণেই তাদের এই অর্জন। ভিনির সাম্প্রতিক অর্জনগুলি তার মূল্য ১৯৩ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের মূল্য ৯২০ মিলিয়ন ডলার, লাউতারো মার্টিনেজ তাদের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। যার বাজার মূল্য ১১৮ মিলিয়ন ডলার।

এরপর তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে জাতীয় দল। যাদের পুরো দলের মূল্য ৫৮১ মিলিয়ন ডলার, যার একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী করা হয়েছে ফেদেরিকো ভালভার্দেকে, রিয়াল মাদ্রিদের একজন স্ট্যান্ডআউট, যার মূল্য ১২৮ মিলিয়ন ডলার। সূত্র: বিইনস্পোর্টস
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’