, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


আজ অস্ট্রেলিয়ার কাছে যতো রানে হারলে বিদায় নেবে ভারত, সুযোগ আসবে বাংলাদেশ-আফগানদের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১০:৪১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ১০:৪১:০২ পূর্বাহ্ন
আজ অস্ট্রেলিয়ার কাছে যতো রানে হারলে বিদায় নেবে ভারত, সুযোগ আসবে বাংলাদেশ-আফগানদের
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট হিসেবে আফগানিস্তানকে রেখেছিলেন তিনি। কিংবদন্তি এই ক্রিকেটারের কথাই যেন সত্যি হতে যাচ্ছে। 
 
গতকাল রোববার (২৩ জুন) সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানে পরাজিত করে আফগানিস্তান। এতে করে সেমিফাইনালে খেলার রেসে টিকে থাকল তারা। আফগানদের এই জয়ে বাংলাদেশেরও সেমিতে খেলার স্বপ্ন কিছুটা হলেও টিকে রইলো। 

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ফলে সেমিফাইনালে সরাসরি যাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে গেলো গ্রুপ ‘এ’ তে থাকা ভারতের। এখন শঙ্কা তৈরি হয়েছে তাদের বাদ পড়ারও। যদিও তারা ইতোমধ্যে সুপার এইটের তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে ৪ পয়েন্ট তুলে নিয়েছে। 
 
সমীকরণের হিসেব বলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যদি রোহিত শর্মার দল জয় পায় সেক্ষেত্রে বাংলাদেশকে হারালেই সেমিতে পা রাখবে আফগানিস্তান। অন্যদিকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যদি অজিরা জয় পায় তাহলে সুযোগ থাকবে আফগানিস্তানের। অস্ট্রেলিয়া যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে অস্ট্রেলিয়াকে রানরেটে টপকে যেতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের জিততে হবে কমপক্ষে ৩৬ রানে।

এই মুহূর্তে আফগানিস্তান আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। ভারতের ৮ উইকেটে ১৮১ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয় ১৩৪ রানে। ৪৭ রানের বড় হারের কারণেই রানরেটে পিছিয়ে আফগানিস্তান।

৪ পয়েন্ট নিয়ে রোহিতদের নেট রান রেট ২.৪২৫। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেট ০.২২৩। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানেরও পয়েন্ট ২, নেট রান রেট -০.৬৫০। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট শূন্য, নেট রান রেট -২.৪৮৯। রানের ক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ৪১ রানে জয় তুলে নেয় এবং আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে ৮১ রানের জয় তুলে নেয় তাহলে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নেবে। 

আর বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে রোহিতরা ৫ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিফাইনালে। ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয়, তাহলে ছিটকে যেতে হবে একদিনের বিশ্বচ্যাম্পিয়নদের। আর উল্টো ফল হলে অস্ট্রেলিয়া চলে যাবে সেমিফাইনালে। আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেলে আফগানিস্তানেরও ৩ পয়েন্ট হবে।

তখন আবার নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। রোহিতদের কাছে মার্শরা হারলে এবং আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে শেষ চারে যাবেন রশিদরা। যা পরিস্থিতি, ভারত অস্ট্রেলিয়াকে হারালে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে। তা হলেই একমাত্র নেট রান রেটের বিচারে সেমিফাইনালে উঠতে পারেন শান্তরা। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতে গেলে তাদের আর কোনো সুযোগ থাকবে না। 
সর্বশেষ সংবাদ
ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের