, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এখনও আসেননি বেনজীর, উপস্থিত না হলে ব্যবস্থা: দুদক

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৪ ০৪:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৪ ০৪:৪০:৩০ অপরাহ্ন
এখনও আসেননি বেনজীর, উপস্থিত না হলে ব্যবস্থা: দুদক
এবার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত না হলে তার বিরুদ্ধে তদন্ত দল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। রোববার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে দুদক কমিশনার বলেন, একটি চিঠির মাধ্যমে বেনজীর আহমেদ তার অবস্থান ব্যাখ্যা করেছেন। চিঠিটি সংস্থার চেয়ারম্যান ও কমিশনার বরাবর দিয়েছেন। গত পরশুদিন দিয়েছেন এ চিঠি। আর সময় দেয়া বিবেচ্য বিষয় নয়। মামলার বিষয়ে তদন্ত টিমের সুপারিশ পর্যালোচনা করবে দুদক।
 
এদিকে এক প্রেস ব্রিফিংয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য প্রদানের জন্য আজ ২৩ জুন তারিখ নির্ধারণ ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কি না সে বিষয়ে আমাদেরকে কিছু জানাননি বা অবগত করেননি। আজকে অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান না করলে, অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। আগামীকাল তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারাও উপস্থিত না হন, তাহলে তাদের বিষয়েও অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

একজন আইনজীবীর মাধ্যমে দুদিন আগে চিঠি পাঠিয়েছেন বেনজীর আহমেদ বলেও জানান তিনি। রোববার সকাল ১০টার মধ্যে বেনজীরের দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল। তবে সকাল-দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে এখন পর্যন্ত দুদক কার্যালয়ে আসেননি তিনি।
 
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ মে দুদকে হাজির হতে চিঠি দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। সময় নির্ধারণ করা হয় ৬ জুন। কিন্তু সেদিনও আসেননি তিনি। প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় আবেদন করেন। যা নিশ্চিত করেছিলেন দুদক চেয়ারম্যান মাইনুদ্দিন আব্দুল্লাহ।
 
এর আগে দুদক চেয়ারম্যান জানিয়েছিলেন, অজ্ঞাত ব্যক্তি বেনজীরের হয়ে সময় চেয়ে আবেদন জমা দিয়ে গেছেন দুদকে। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সময় দিয়ে পুনরায় আজ ২৩ জুন দুদকে হাজির হতে তলব করা হয় বেনজীরকে। বেনজীর কোথায় আছেন, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না কেউই।
 
দুদক আইন বলছে, বেনজীর হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে পুলিশের সাবেক এ মহাপরিদর্শকের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করে দুর্নীতি দমন কমিশন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস