, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক 

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৪ ০৪:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৪ ০৪:৩৫:১৬ অপরাহ্ন
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক 
এবার প্রেমের টানে নাটোর সদর উপজেলায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমা খাতুনকে বিয়ে করেছেন চীনা নাগরিক লি সি জাং। গত বৃহস্পতিবার (২০ জুন) সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে তাদের বিয়ে হয়।

জানা গেছে, গত ৬ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক।

এরপর বৃহস্পতিবার (২০ জুন) নাটোরে এসে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করেন ওই যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চীনা যুবক লি সি জাংয়ের বর্তমান নাম আলী। লি সি জাং ওরফে আলী এবং ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।

এদিকে ফাতেমা খাতুন বলেন, ‌‘আমাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশে এসেছে। সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে। সুখ-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই। এ সময় ফাতেমা তার স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন।’

লি সি জাং ওরফে আলী বলেন, ‘আমি পেশায় চিকিৎসক। আমি ফাতেমাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালোবাসার মানুষের জন্য ধর্ম পরিবর্তন করেছি। আশা করি আমরা সারাজীবন একসঙ্গে থাকতে পারব।’

সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছে জেনেছি। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই বিদেশি ভাষা শিখত। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করছে এ ঘটনা বিভিন্ন এলাকায় ঘটলেও আমাদের এলাকায় প্রথম। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।’
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান 

রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান