, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ , ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের রেকর্ড

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৪ ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৪ ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের রেকর্ড
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে।

নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান এ টাইগার অলরাউন্ডার। আর এতেই রেকর্ডবুকে যায়গা করে নেন সাকিব। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট অর্জনের মাইলফলক স্পর্শ করেন মিস্টার সেভেন্টি ফাইভ।

এমনকি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া কেউই টপ থ্রিতে নেই। উল্লেখ্য, সাকিবের পরের অবস্থানে রয়েছেন শহিদ আফ্রিদি ও লাসিথ মালিঙ্গা। তাদের সংগ্রহকৃত উইকেটের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ৩৮টি।'
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ

সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ