, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেয়েকে শাসনের জেরে নিজের জীবন দিলেন চিকিৎসক

  • আপলোড সময় : ২১-০৬-২০২৪ ০৭:২৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৪ ০৭:২৫:৪৮ অপরাহ্ন
মেয়েকে শাসনের জেরে নিজের জীবন দিলেন চিকিৎসক
এবার অতিরিক্ত ঘুমের ট্যাবলেটসহ বিভিন্ন ওষুধ সেবন করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. রোমানা শারমিন রূম্পা (৪০) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২০ জুন) রাতে ঢাকার ভাটারা থানা এলাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান।

এর আগে গত বুধবার গভীর রাতে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাড়িতে এ ঘটনা ঘটান তিনি। জানা গেছে, বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত আবদুল কাউয়ুমের একমাত্র মেয়ে ও ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ডা. রোমানা শারমিন রূম্পা। তিনি বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) পদে কর্মরত ছিলেন।

রূম্পার স্বামী গাইবান্ধার গোবিন্দগঞ্জের ডা. সাজেদুল ইসলাম সুজন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। এই দম্পত্তির সমৃদ্ধি নামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আছে। গত ১৯ জুন রাত আড়াইটার দিকে তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট, ডায়াবেটিস, প্রেসারসহ বিভিন্ন রোগের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, ‘ডা. রোমানা শারমিন রূম্পা গত চার বছর এখানে সহকারী রেজিস্ট্রার (সার্জারি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বদা হাসিখুশি ও কাজে মনোযোগী ছিলেন। দম্পত্য জীবনেও অনেক সুখী ছিলেন। তার আত্মহত্যার কোনো কারণ ছিল না।

তবে পরিবার থেকে চাচাতো ভাই জানিয়েছেন, তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঠিকমতো পড়াশোনা করতো না। মেয়েকে শাসন করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। আর এতে অভিমান করেই তিনি (ডা. রূম্পা) আত্মহত্যা করতে ঘুমের ট্যাবলেট, প্রেসার, ডায়াবেটিস ও অন্যান্য ওষুধ সেবন করেছিলেন।’

তিনি আরও জানান, ‘ডা. রূম্পার মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। লাশ বগুড়া পৌঁছার পর শুক্রবার রাত ৮টায় মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টায় শহরের বৃন্দাবনপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’

এদিকে বগুড়ার ভাটারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকারিয়াস দাস জানান, ‘প্রাথমিক তদন্তে ডা. রূম্পার আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান