, শুক্রবার, ২৮ জুন ২০২৪ , ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরের ছাদে রিল ভিডিও তৈরি, যুবক-যুবতী গ্রেপ্তার 

  • আপলোড সময় : ২১-০৬-২০২৪ ০৭:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৪ ০৭:২২:২৩ অপরাহ্ন
জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরের ছাদে রিল ভিডিও তৈরি, যুবক-যুবতী গ্রেপ্তার 
এবার জরাজীর্ণ মন্দিরের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে রিল ভিডিও তৈরি করায় এক যুবক ও যুবতীকে গ্রেপ্তার করেছে ভারতী বিদ্যাপিঠ স্টেশনের পুলিশ। শুক্রবার (২১ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। খবর এনডিটিভি 
 
এদিকে গ্রেপ্তারকৃত দু’জন হলেন, ২৭ বছর বয়সী মিহির গান্ধী এবং তার ২৩ বছর বয়সী বন্ধু মিনাক্ষী সানুলকে। তৃতীয় এক ব্যক্তি তাদের নিয়ে রিল ভিডিও বানায়। 
ভারতী বিদ্যাপিঠ পুলিশ স্টেশনের সিনিয়র পরিদর্শক দাশরাত পাতিল বলেন, ভিডিওটি দেখার পরই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পরে তাদের অবস্থা ট্র্যাক করে গতকাল রাতে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পাতিল আরও বলেন, এ ঘটনায় তাদের ছয় মাসের জেল অথবা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। তবে তাদের রিমান্ডে নেয়া হচ্ছে না। 
 
চলতি সপ্তাহে পুনের লোকজন এক মেয়েকে একজন ছেলের হাত ধরে উঁচু ভবনের ছাদ থেকে ঝুলতে দেখে অবাক হয়। শুরুতে তাদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। 
 
এদিকে রিল ভিডিওটি ঝড়ের গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় ১০তলা ভবনের ওই মন্দিরের ছাদ থেকে মেয়েটি ছেলেটির হাত ধরে ঝুলছে। 
সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা

সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা