এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের চেতনাকে জাগ্রত করতে হবে, গর্জে উঠতে হবে। আমাদের সন্তানদের কি দায়িত্ব নেই? অন্যরা কোটা নিয়ে কথা বললে আমাদেরও কথা বলতে হবে। শুধু কাগজে-কলমে কোটা লিখলে হবে না। সম্মানজনক হারে কোটা পুনর্বিন্যাস করে শতভাগ নিশ্চিত করতে হবে।
গতকাল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, আমি গ্রামের ছেলে, গ্রাম এলাকায় ইউনিয়ন পরিষদে ৭ বার অর্থাৎ ৩৫ বছর ‘চেয়ারম্যানি’ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। তিনি থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সব দাবি পূরণ হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় উন্নত ২২টি হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
জুলাই মাস থেকে সারা দেশে মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর দেওয়া হবে। যা দেখে সহজেই যে কেউ বুঝতে পারবে মুক্তিযোদ্ধার কবর। আমরা সরকারে থেকে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৮০ ভাগ অঞ্চলে চলাচলের রাস্তা পাকা করা হবে।