, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তারাকান্দায় ১৪৪ ধারা জারি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৩ ০৩:৫১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৩ ০৩:৫১:৫৪ অপরাহ্ন
তারাকান্দায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, যা আগামী ৫ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার তারাকান্দা বাজারের থানার সামনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা করেন। এ সময় ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১৫ কর্মী আহত হন। আহতদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ দশজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক এবং বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দশ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। তবে এই ১৪৪ ধারা তারাকান্দা উপজেলা সদর বাজার এলাকায় বলবত থাকবে। তিনি আরও জানান, ১৪৪ ধারা জারির কারণে উপজেলার সদরের বাজার এলাকায় কোনোরকম মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা যাবে না।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা