এবার গ্রুপ অব ডেথের হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার (২০ জুন) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে স্পেন। আসরে নিজেদের প্রথম ম্যাচ জেতা দল দুটি মাঠে নামবে দ্বিতীয় জয়ের খোঁজে। আউফশালকে অ্যারেনায় ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
চলতি ইউরোর শুরুটা দুর্দান্ত হয়েছে স্পেনের। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচে ইঙ্গিত দিয়েছে এবারের শিরোপার অন্যতম দাবিদার তারাও। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ ইতালির সামনে লা রোহারা।
ম্যাচের আগে স্বস্তির সুবাতাস বইছে স্পেন শিবিরে। দারুণ ছন্দে আছেন অধিনায়ক আলভারো মোরাতা। অন্যদিক, লামিন ইয়ামাল, ফ্যাবিয়ান রুইজ ও দানি কারভাহালরা আছেন ফর্মের তুঙ্গে। ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।
ইতালির কাছে টাইব্রেকারে হেরে গেলো ইউরো থেকে বাদ পড়েছিলো স্পেন। আজ্জুরিদের হারিয়ে সেই প্রতিশোধ নিতে চায় তারা। মূল একাদশেই থাকবেন নাচো ফার্নান্দেজ, পেদ্রি, রদ্রি ও নিকো উইলিয়ামস। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দল সাজাবেন স্প্যানিশ কোচ লুইস দেলা ফুয়েন্তে। আগের ম্যাচে বড় ব্যবধানের জয় এই ম্যাচে এগিয়ে রাখবে স্প্যানিশদের।
অন্যদিকে, জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ইতালিও। তবে প্রথম ম্যাচে আজ্জুরিদের পারফরম্যান্স কিছুটা হলেও ভাবাচ্ছে সমর্থকদের। তবে সেসব না ভেবে জয়ের জন্য মাঠে নামবে দুবারের ইউরো চ্যাম্পিয়নরা।
আজ্জুরিদের অন্যতম শক্তির জায়গা ডিফেন্স হলেও এই আসরে ইউরোর দ্রুততম সময়ে গোল হজম করেছে তারা। তাই স্প্যানিশদের বিপক্ষে বাড়তি সতর্ক থাকবেন কোচ লুসিয়ানো স্পালত্তি। মধ্যমাঠে ইতালির ভরসা নিকোলো বারেল্লা, ফেদ্রিকো কিয়েসা ও জর্জিনহো।
সম্ভাব্য ৩-৪-২-১ ফরমেশনে দল সাজাবেন ইতালির কোচ। অবশ্য অতীত পরিসংখ্যান কথা বলছে স্পেনের পক্ষে। লা রোহাদের বিপক্ষে শেষ পাঁচ দেখার তিনটিতে হেরেছিলো ইতালি। বাকি দুটি ম্যাচ হয়েছিলো ড্র।