, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


কোপার উদ্বোধনী ম্যাচেই ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ১২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১২:৪৩:২৬ অপরাহ্ন
কোপার উদ্বোধনী ম্যাচেই ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে আগামীকাল শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম দিনেই মাঠে নামছে। বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কানাডা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সকাল ছয়টায় শুরু হবে 'এ' গ্রুপের ম্যাচটি।

গত ২০২১ সালে ২৮ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে কোপা আমেরিকা জিতেছিলো আর্জেন্টিনা। পরের বছর কাতারে আরও বড়ো উৎসবে মাতে মেসিরা। অবিশ্বাস্য এক ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

এবার যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা জিতে গেলে অনেকগুলো বড়ো কীর্তি গড়ে ফেলবে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি দেশটি। ইতিহাসে প্রথম দল হিসেবে কোপা-বিশ্বকাপ-কোপা জয়ের হ্যাটট্রিক করবে মেসির দল।

সব মহাদেশ মিলিয়ে মহাদেশীয় ও বিশ্বকাপ জয়ের এই হ্যাটট্রিক আছে শুধু স্পেনের. ২০০৮ ইউরো-২০১০ বিশ্বকাপ-২০১২ ইউরো। মেসিদের সামনে কোপা আমেরিকা জয়ের রেকর্ডও এককভাবে নিজেদের করে নেওয়ার সুযোগ। ১৫বার কোপা জিতে রেকর্ডটা এখন উরুগুয়ের সঙ্গে ভাগাভাগি করেছে আর্জেন্টিনা
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস