, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন চান সাবেক টাইগার ওপেনার 

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ১০:০০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১০:০০:০০ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন চান সাবেক টাইগার ওপেনার 
এবার সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে টাইগারদের যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন চান জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী। 

এদিকে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে বাঁহাতি ব্যাটার বেশি থাকায় জাকের আলীর পরিবর্তে একাদশে শেখ মাহেদীকে চান জুনায়েদ। উইন্ডিজের উইকেট স্পিন সহায়ক হওয়ায় বাড়তি স্পিনার নেয়ার পক্ষে তিনি। 
 
আজ বৃহস্পতিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুনায়েদ সিদ্দিকী লেখেন, সুপার এইটের প্রথম ম্যাচ যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমি মনে করি জাকের আলীর পরিবর্তে একাদশে শেখ মাহেদিকে অন্তর্ভুক্ত করা উচিত।

কেননা, অষ্ট্রেলিয়ার দুইজন ওপেনারই বাঁহাতি। মিডল অর্ডারে ম্যাথিউ ওয়েডও আছে। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক উইকেট। এছাড়া মাহেদির কিছুটা হলেও ব্যাটিং এবিলিটি রয়েছে।।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস