, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঈদানন্দ শেষে ঢাকায় ফিরছে মানুষ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ১০:০০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ১০:০০:৩২ পূর্বাহ্ন
ঈদানন্দ শেষে ঢাকায় ফিরছে মানুষ
এবার ঈদুল আজহা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বিশেষ করে ঈদের ছুটি শেষে অনেকেই কাজের জন্য ফিরে আসছেন কর্মক্ষেত্র ঢাকায়।

আজ বুধবার ১৯ জুন বেশিরভাগেরই অফিস শুরু হবে। তবে যাত্রায় বারতি ভাড়া আর ভোগান্তির কথা জানান যাত্রীরা। ঈদের ছুটি শেষে রাজধানীতে মানুষের আগমনে নীরব হয়ে থাকা স্টেশন ও বাস কাউন্টারগুলো ফিরে পাচ্ছে চিরচেনা রূপ।

ঈদের তৃতীয় দিনে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুটা বেড়েছে যাত্রীদের চাপ। কেউ আবার বাড়তি ভিড় এড়াতে আগেই ফিরছেন ঢাকায়।

তবে বাড়ি ফেরত যাত্রীদের চাপ বেশি না দেখা না গেলেও বাড়তি ভাড়া আর ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। দুই-একদিনের মধ্যেই সড়কপথ, নৌ পথ ও রেল পথে যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস