, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ , ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১২ কোটির সেতু 

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৪ ০৯:২৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৪ ০৯:২৯:০১ অপরাহ্ন
উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ১২ কোটির সেতু 
এবার ভারতের বিহারের আরারিয়া এলাকায় নির্মানাধীন একটি সেতু মঙ্গলবার (১৮ জুন) ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বাকরা নদীর ওপর কোটি কোটি রুপি ব্যয়ে পাথর দিয়ে নির্মিত সেতুটি কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। খবর এনডিটিভি 

সেতুটি ভেঙে পড়ার সময় উৎসুক জনত সেখানে ভিড় করে এবং সেতুটি ভেঙে পড়ার দৃশ্য মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  সেতুটি ধসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।

বিহারের আরারিয়া জেলার কুরসাকান্তা এবং সিক্তি অঞ্চলের মানুষের মধ্যে যাতায়াতের জন্য সেতুটি নির্মাণ করা হয়। ১২ কোটি রুপি ব্যয়ে নির্মাণাধীন সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ল।

সিকতির বিধায়ক বিজয় কুমার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘নির্মাণ সংস্থার মালিকের অবহেলায় সেতুটি ভেঙে পড়েছে। ঘটনা তদন্তের জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি।’

সেতুটি ভেঙে পড়ার সময় অনেকে ঘটনাস্থল থেকে দৌড়ে নিরাপদে আশ্রয় নেন। আবার অনেকে সেতুটি ভেঙে পড়ার দৃশ্য জীবনের ঝুঁকি নিয়ে ধারণ করে। সেতুটির বড় একটি অংশ নদীতে ভেঙে পড়েছে।  চলতি বছরের মার্চে, ভারতের বিহারের সুপলে একটি নির্মাণাধীন সেতু ধসে পড়ে একজন নিহত এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। 
সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা

সাদিক এগ্রোর মালিক ইমরান লাপাত্তা