, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাপের বাড়ি থেকে ছাগল এনে দিতে বললেন স্বামী, ঈদের দিন জীবন দিলেন গৃহবধূ 

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৪ ০২:২৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৪ ০২:২৯:৩৫ অপরাহ্ন
বাপের বাড়ি থেকে ছাগল এনে দিতে বললেন স্বামী, ঈদের দিন জীবন দিলেন গৃহবধূ 
এবার লোহাগাড়ার চুনতিতে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফারিন ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার (১৬ জুন) রাতে নিহতের স্বামী কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এরপর গৃহবধূর বন্ধক রাখা স্বর্ণ তার স্বামীকে এনে দিতে বলেন। তারপর স্বামী গৃহবধূকে তার বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দিতে বলেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এরই জের ধরে সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে সকলের অগোচরে বিষপান করেন গৃহবধূ। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, সকালে বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।
 
এদিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে বিষপানে নিহত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান