, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের রেকর্ড ২৪ ঘণ্টাও টিকতে দিলেন না ফার্গুসন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৪ ১০:৪৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৪ ১০:৪৯:৫২ পূর্বাহ্ন
সাকিবের রেকর্ড ২৪ ঘণ্টাও টিকতে দিলেন না ফার্গুসন
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ঈদের দিনে নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রেকর্ড ভেঙেছেন নিউজিল্যান্ড পেসার লোকি ফার্গুসন। তারকা পেসার ৪ ওভার বল করে ৪টিই মেডেন তুলেছেন।

এদিকে ত্রিনিদাদে সোমবার রাতে টসে জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। একের পর এক উইকেট হারিয়ে কেবল ৭৮ রানে গুটিয়ে যায় নিউগিনি। জবাবে ৪৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় তুলে নেয় কিউই দল।

গ্রুপপর্ব থেকে দু’দলের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। অভাবনীয় বোলিংয়ের ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন ফার্গুসন। গতিময় পেসার ৪ ওভারের ৪টিই মেডেন করেন, নেন ৩ উইকেট। যা বিশ্বরেকর্ড, সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েছে। যেখানে ২৪টি বল ছিল ডট।

এবারের বিশ্বকাপে এক ইনিংসে দুটি মেডেন ওভার করেছিলেন তানজিম। যেখানে ডট বল ছিল ২১টি। বিশ্বকাপে কোন বোলারের যা সর্বোচ্চ ছিল। সবমিলিয়ে বিশ্বকাপে ২০টি করে ডটের কীর্তি আছে ৯ বলারের, এরমধ্যে সাতজনই এবারের আসরের।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪ ওভার বল করে চারটি মেডেন নেয়ার প্রথম রেকর্ডটি হয় ২০২১ সালে। কানাডার সাদ বিন জাফর পানামার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন। তিনি শিকার করেছিলেন ২ উইকেট।