, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঈদুল আজহা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৪ ০৭:৪৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৪ ০৭:৪৫:৪৪ অপরাহ্ন
ঈদুল আজহা উপলক্ষ্যে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
আজ সোমবার সকাল ১০ টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার মোতালেব হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার বিনিত কুমার এর হাতে মিষ্টি তুলে দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এ সময় তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন। সীমান্তে দুবাহিনীর মাঝে সোহার্দ,সম্প্রীতি, ভ্রাতত্ববোধ যেন বজায় থাকে।

বিরাজমান সম্পর্ক আরো যেন জোরদার হয় সে লক্ষ্যে প্রতিবছর দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান বিজিবি।
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের