, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাড়ে কাজ করছিলেন মা, পদ্মায় ডুবে গেল পাঁচ বছরের শিশু

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৪ ০৫:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৪ ০৫:২১:১৭ অপরাহ্ন
পাড়ে কাজ করছিলেন মা, পদ্মায় ডুবে গেল পাঁচ বছরের শিশু
এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সবার চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে তুহিন প্রামাণিক নামে পাঁচ বছরের এক শিশু। রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে ডুবে যায় শিশুটি। নিখোঁজ তুহিন প্রামাণিক ওই এলাকার আমিরুল প্রামাণিকের ছেলে।

এদিকে স্থানীয়রা জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় পরিষ্কার করছিলেন। এরপর পাড়ে খেলতে খেলতে হঠাৎ শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তুহিনের সন্ধান পাওয়া যায়নি।"
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান