, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৪ ০৬:৩৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৪ ০৬:৩৯:৩০ পূর্বাহ্ন
বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষকে খুঁজছে পুলিশ
এবার পটুয়াখালীতে বোরকা পরে ঘোরাফেরা করা এক পুরুষের সন্ধান করছে বাউফল থানা পুলিশ। রোববার (১৬ জুন) সকালের দিকে বোরকা পরে বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় তিনি স্থানীয়দের নজরে পড়েন। এ ঘটনার পর দুপুরে গোলাবাড়ি এলাকায় বাউফল থানা পুলিশের একটি টিম ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেয়।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পৌর শহরের ২নং ওয়ার্ড গোলাবাড়ি বেইলী ব্রিজের ঢালে বোরকা পরিহিত একজন পুরুষ ঘোরাফেরা করছিল। এসময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে। তখন এই এলাকার বাসিন্দা জাকির হোসেন স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পালিয়ে যেতে সহযোগিতা করে।

এ ঘটনাটি জানাজানি হলে চুরি ডাকাতি ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ খবর নেয় এবং তাকে পালাতে সহযোগিতা করা জাকির হোসেনের বাড়িতে গিয়ে তাকেও খুঁজে পায়নি পুলিশ। পরবর্তীতে এই জাকিরের পরিবারকে থানায় দেখা করা নির্দেশ দেয়া  

এ ঘটনার প্রত্যক্ষদর্শী সোহান খান বলেন, সম্প্রতি বাউফলে অনেক চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন পুরুষ বোরকা পরে ঘোরাফেরা করার বিষয়টি এলাকায় চাঞ্চল্যে ও আতঙ্কের সৃষ্টি করেছে। অতি দ্রুত ওই ব্যক্তিকে আটক করে সত্য ঘটনা উদঘাটন করা উচিত।
 
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) নাসির বলেন, ঈদের আগে বোরকা পরে ঘোরাফেরা করার বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। তাই ওই ব্যক্তির ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। তার সম্পর্কে জানতে জাকিরের সন্ধান করে তাকেও আমরা বাসায় পাইনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

অন্যদিকে ঘটনার সত্যতা স্বীকার করে ওসি শোনিত কুমার গায়েন বলেন, এলাকার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। বোরকা পরে ঘোরাফেরা করা পুরুষ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জাকিরকে পেলেই তার কাছ থেকেই জানা যাবে।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস