এবার হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে হাজিরা রওয়ানা হয়েছেন মিনার উদ্দেশ্যে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়বেন তারা।
আজ (১৬ জুন) রোববার মুজদালিফায় আসার আগে শনিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরাফাত ময়দানের খতিব।
এরপর মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজিরা। সেখান থেকেই শয়তানকে ছোঁড়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা।
আজ ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে তারা রওনা হয়েছেন মিনার দিকে। ৩ দিন মিনায় অবস্থান করে শয়তানকে পর্যায়ক্রমে পাথর ছুড়বেন হাজিরা।
এরপর পশু কোরবানি করে আজই পালন করবেন পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে সোমবার।