, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বড় চমকে কোপা আমেরিকার ২৬ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৪ ০৮:৫০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৪ ০৮:৫০:৫৫ পূর্বাহ্ন
বড় চমকে কোপা আমেরিকার ২৬ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার
অবশেষে আলবিসেলেস্তেদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। এর আগে মে মাসের মাঝামাঝিতে কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল।

সে অনুযায়ী প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়ার। কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্তিন কারবোনি ও আলেহান্দ্রে গারনাচো। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচো ও এসি মোনজার ভ্যালেন্তিন কারবোনি দুজনই ইকুয়েডর ও গুয়েতেমালা প্রীতি ম্যাচের দলে ছিলেন।

রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গারনাচো ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেছেন তিনি। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল। তবে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি তিনি। অন্যদিকে কারবোনি সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন।

আগে থেকেই কোপা আমেরিকা মিস করার শঙ্কা ছিল লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়ার। শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ২টি প্রীতি ম্যাচের দলে থাকলেও তিনজনের কেউই ডাক পাননি স্ক্যালোনির কোপা আমেরিকার দলে। কোপা আমেরিকা মিস করতে যাওয়ার তালিকায় সবচেয়ে বড় নামটা পাওলো দিবালা। রোমার এ তারকা সিরি আ’র বর্ষসেরা দলে থাকলেও তাকে প্রীতি ম্যাচের দলেই জায়গা দেননি স্ক্যালোনি।

আর্জেন্টিনা দল- এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জের্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যারাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস