এবার ভারতের উত্তরাখণ্ডে ২৩ জন যাত্রীকে বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
এদিকে রুদ্রপ্রায়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ-বাদরীনাথ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ২৩ ভ্রমণকারীকে বহনকরা মিনিবাসটি আলাকান্দা নদীতে পড়ে যায়। এ ঘটনার পরই স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং দামি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনা তদন্তে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। এক এক্স বার্তায় পুস্কর সিং বলেন, গাড়ি দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রশান্তির জন্য দোয়া করছি।
একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্তিতা প্রকাশ করছি। দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের বিমানযোগে ঋষিকেশে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে নেয়া হয়েছে।