, শুক্রবার, ২১ জুন ২০২৪ , ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


অভিনেতা ডিপজলের বড় ভাই আর নেই

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ০৩:৩৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ০৩:৩৬:৩৭ অপরাহ্ন
অভিনেতা ডিপজলের বড় ভাই আর নেই
দেশের ‘মুভিলর্ড’ ও ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৫ জুন) তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা রত্না কবির।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, প্রদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ শাহাদাৎ হোসেন ( বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ..... রাজেউন)। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।’
 
এর আগে শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল নিজের বড় ভাইয়ের সুস্থতা কামনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘আমার বড় ভাই হাজি মোঃ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ই জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’ 
সর্বশেষ সংবাদ