, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইতালিতে রবিবার ঈদ, কোরবানি দেবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৪ ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৪ ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন
ইতালিতে রবিবার ঈদ, কোরবানি দেবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি
এবার ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী রবিবার (১৬ জুন)। ইতালিতে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন। যদিও খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট।
 
এদিকে ইতালিতে ছুটির দিনে ঈদ হওয়াতে ঈদুল আজহা উদযাপনে প্রবাসীদের মধ্যে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। এবার বাংলাদেশিসহ ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশটিতে ঈদ উদযাপন করবে।
 
এরইমধ্যে শুরু হয়ে গেছে পশু বেচাকেনা। খামারগুলোতে গিয়ে নিজেদের পছন্দমতো গরু-ছাগল-ভেড়া কিনছেন অনেকেই। রোমের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর রেকর্ডসংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন। 
 
এদিকে, কোরবানির ঈদ হলেও অন্যান্য বছরের মতো ইতালিতে তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা কয়েকদিনে আরও বেড়েছে।
 
ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। শুধু তাই নয়, চাহিদা বাড়ায় ঈদকে সামনে রেখে নতুন নতুন শোরুমও খোলা হয়েছে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান