এবার ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার রাতেই সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাভানা ডেইরি ফার্মের বেশ কয়েকটি গরু উধাও হয়ে যায়। গভীর রাতে পিকআপে করে ওইসব গরু নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা যমুনা নিউজকে জানিয়েছেন। আদালতের ক্রোক আদেশ দুদকের হাতে আসার আগেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের ডুমরাশুর গ্রাম। এখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) গড়ে তুলেছিলেন সাভানা ডেইরি ফার্ম। সাভানা পার্কের আওতাধীন প্রায় ১ কিলোমিটার দূরে গড়ে তোলা ফার্মটি প্রায় দুই বিঘা জমির ওপর অবস্থিত।
জানা গেছে, প্রথমে ৪০টি গরু নিয়ে খামার শুরু করা হয়। সর্বশেষ খামারে ২০টির বেশি গরু ছিল। কিন্তু বেনজীর আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চলমান অনুসন্ধানে নামার আগেই ঘূর্ণিঝড় রিমালের মধ্যে সরিয়ে নেয়া হয় এসব গবাদিপশু। ঘুর্ণিঝড়ের পর সকালে এলাকাবাসী খামারে আর গরু দেখতে পায়নি।
আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, বেনজীর আহমেদের খামারে কোনো গবাদিপশু নেই। বিশালাকৃতির খামারের গেটে ঝুলছে তালা। এখন সেখানে সুনসান নীরবতা। খামারের ভেতর কিছু খড় ছাড়া আর কিছুই নেই।
এ সম্পদটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ শিরোনামে লেখা একটি সাইনবোর্ড টাঙানো আছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসের কর্মকর্তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি।