, শনিবার, ২২ জুন ২০২৪ , ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাজ্যে ভেঙে ফেলা হচ্ছে জগন্নাথ মন্দির!

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৪ ০৪:০৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৪ ০৪:০৭:১৭ অপরাহ্ন
যুক্তরাজ্যে ভেঙে ফেলা হচ্ছে জগন্নাথ মন্দির!
এবার যুক্তরাজ্যের বাথ শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাজ্যে শ্রী জগন্নাথকে উৎসর্গ করে নির্মিত প্রথম হিন্দু মন্দির এটি। আজ বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে অস্থায়ী ভিত্তিতে সাবেক কালভারহে স্কুলে মন্দিরটি চালু করা হয়। এটি বাথ শহরের একমাত্র মন্দির ছিল। কিন্তু বাথ এবং নর্থইস্ট সমারসেট কাউন্সিল নতুন দুটি স্কুল বানানোর জন্য পুরfনো স্কুলটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে। 

এদিকে কাউন্সিলের কেবিনেট সদস্য পল রোপার বলেন, স্কুলে থাকা মন্দিরটি নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তার জন্য মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, আমরা মন্দিরের সংবেদনশীলতার বিষয়টি বুঝতে পারছি। কিন্তু শিক্ষার জন্য জায়গাটি ব্যবহারের প্রয়োজনীয়তা আরও বেশি।
 
পল রোপার জানান, সমারসেটের বেশিরভাগ স্কুল ভবন ২০২৫ সালের শুরুর দিকে ভেঙে ফেলা হবে। তবে যেসব স্কুলে মন্দির রয়েছে, সেগুলো ভাঙতে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে; যেন মন্দিরগুলো অন্যত্র সরিয়ে নেয়া যায়।
২০২৬ ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, একদিনে ৬টি ম্যাচ

২০২৬ ফুটবল বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, একদিনে ৬টি ম্যাচ