, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৩ ১০:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৩ ১০:৩৯:৩২ পূর্বাহ্ন
আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন
আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স একাডেমির একটি অনুষ্ঠানে সার্টিফিকেট হস্তান্তর করার সময় পড়ে যান। এসময় আশপাশে থাকা কর্মকর্তারা তাকে মাটি থেকে তুলতে ছুটে যান। আজ শুক্রবার ২ জুন বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার কলোরাডোয় মার্কিন বিমান বাহিনীর অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এদিকে দেশটির সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট তিনি। ৮০ বছরের বাইডেনকে উঠতে এবং পূণরায় হাটতে সহযোগিতা করেন এয়ারফোর্স অফিসাররা।

এদিকে এক বিবৃতিতে বলা হয়, এয়ার ফোর্স একাডেমির এই অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন বাইডেন। এসময় ৯২১ জন গ্র্যাজুয়েটের সাথে করমর্দন করেন তিনি। তারপরই মঞ্চ থেকে নামতে গেলে পড়ে যান। মঞ্চে ব্যবহৃত একটি বালুর বস্তায় হোঁচট খান তিনি।
 
এর আগেও, বেশ কয়েকবার জনসম্মুখে এমন দুর্ঘটনায় পরেছেন বাইডেন। ধারণা করা হচ্ছে- তার শারীরিক অবস্থা এবং বয়স, পরবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে। প্রতিপক্ষের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যসময় ব্যঙ্গ-বিদ্রুপ করলেও এবার প্রতিক্রিয়ায় জানান, ‘বারবার এমন দুর্ঘটনা কাম্য নয়’।
সর্বশেষ সংবাদ