, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিয়ের দাওয়াত না দেয়ায় মারামারি, ঝরল এক প্রাণ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০৬:৫৬:৩৫ অপরাহ্ন
বিয়ের দাওয়াত না দেয়ায় মারামারি, ঝরল এক প্রাণ
এবার পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে নিলিমা সিকারী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নিলিমা ওই এলাকার সুনীল সিকারীর স্ত্রী।

এদিকে ধরান্দী এলাকার ইউপি সদস্য মো. মনির হোসেন জানান, ৭-৮ দিন আগে নিলিমার স্বামী সুনীলকে তার নাতনির বিয়ের দাওয়াত না দেয়ার কারণ জানতে চায় পাশের বাড়ির রনজিত রায়। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর মঙ্গলবার সকালে রায় পরিবারের কয়েকজন সিকারী বাড়িতে এসে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় তা থামাতে গেলে রায় পরিবারের লোকজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন নিলিমা। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের ছেলে সুমিত সিকারী বলেন, বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগে কথা কাটাকাটি হয়েছিল। সকালে ১০-১২ জন লোক এসে হঠাৎ তাদের পরিবারের ওপর আক্রমণ চালায়। এসময় তার মা আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। তবে এ বিষয়ে রায় পরিবারের রনজিত ও জয়দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বিয়ের অনুষ্ঠানের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে আটটার দিকে মধ্য ধরান্দী গ্রামে সিকারী ও রায় পরিবারের মধ্যে মারামারি হয়। এতে নিলিমা সিকারী গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই