, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লজ্জা থাকলে সাকিবের অবসর নেয়া উচিত: শেবাগ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:৩৯:৪৬ অপরাহ্ন
লজ্জা থাকলে সাকিবের অবসর নেয়া উচিত: শেবাগ

এবার সাউথ আফ্রিকার বিপক্ষে একরকম কাণ্ডজ্ঞানহীন শট খেলেই আউট হয়েছিলেন সাকিব আল হাসান। যার কারণে শেষপর্যন্ত ম্যাচই হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশের এমন হার হজম হচ্ছে না বীরেন্দর শেবাগের। এ কারণে টানা কয়েকটি বিশ্বকাপে অফ-ফর্মে থাকা সাকিব আল হাসানকে অবসর নিতে বলছেন তিনি।

এদিকে ১১৪ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাটিংয়ে নেমে ২৯ রান তুলতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। তখন উইকেটে আসেন সাকিব। যদিও কিছুই করতে পারেননি তিনি। চার বলে তিন রান করে অ্যানরিখ নরকিয়ার বলে শর্ট পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

শেবাগ বলেন, ‘কিছু সময় তো অন্তত উইকেটে কাটাও। তুমি ম্যাথু হেইডেন বা গিলক্রিস্ট নও যে শর্ট বল দেখলেই ঘুরে যাও, পুল শট খেলো। তুমি বাংলাদেশের খেলোয়াড়। নিজের সীমাবদ্ধতা বোঝো। হুক, পুল তোমার জন্য না। যেগুলো তোমার শট সেগুলোই খেলো। আর উইকেটে একটু সময় কাটাও অন্তত। ১৭ বছরের বেশি সময় ধরে যে খেলছে তার খেলাটার বেসিক জ্ঞ্যান থাকা উচিত যে বলে বলে রান নিলেই তাদের কাজ হয়ে যাবে।'

এদিকে ভারতের হয়ে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতা শেবাগের আরও আগেই মনে হয়েছিল টি-টোয়েন্টিতে সাকিব দিন দিন অকার্যকর হয়ে পড়েছেন। এ কারণে এই বিশ্বকাপের পরই এই ফরম্যাটে সাকিবের শেষ দেখতে চাইছেন তিনি।

শেবাগ আরও বলেন, 'গত বিশ্বকাপেই আমার মনে হয়েছিল সাকিবকে আর টি-টোয়েন্টি খেলানো উচিত নয়। মাঝখানে ও নিষিদ্ধও হয়েছিল। ওই সময় আমার মনে হয়েছিল, ব্যান হয়েছে, আবারও ফিরবে নাকি না। তারপরে ও কামব্যাক করেছে। কিন্তু তেমন ভালো কিছুই নয়।'

তিনি বলেন, 'আপনি এত সিনিয়র খেলোয়াড়, আপনি এত বছর অধিনায়কও ছিলেন। আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে নেবো। এখন নির্বাচকদেরই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর সাকিবের খেলা উচিত বা সাকিবকে খেলানো উচিত।'

সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’