, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


আমরা ফাইনাল খেলার মতো দল: হৃদয়

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
আমরা ফাইনাল খেলার মতো দল: হৃদয়
এবার লঙ্কানদের বিপক্ষে জয়ের পর সোমবার (১০ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারে বাংলাদেশ। এখনও শেষ দুই ম্যাচ জিতলে সুপার এইটে পা রাখতে পারবে বাংলাদেশ, তবে তাওহীদের বিশ্বাস বাংলাদেশ সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার মতো দল।
 
এদিকে প্রতিবারই বিশ্বকাপের স্বপ্ন নিয়ে যায় বাংলাদেশ। তবে গ্রুপপর্বের বাঁধাই পার করতে পারে না তারা। তবে এবার বড় এক সুযোগ রয়েছে গ্রুপপর্ব পেরিয়ে সুপার এইটে জায়গা করে নেয়া। তবে টাইগার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের বিশ্বাস, বাংলাদেশ আরও দূর যেতে পারবে। 

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, 'আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাস আছে।’ চলতি বিশ্বকাপে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছে না। তার ওপর দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররাই আছেন অফ ফর্মে। হৃদয় অবশ্য সার্বিক চিত্র তুলে ধরে জানালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।

এদিকে হৃদয় বলেন, ‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে সেদিন যেন খেলাটা শেষ করে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব।’
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ