, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানের সঙ্গে ছিটকে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ড, বিপাকে নিউজিল্যান্ডও

  • আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০৮:৩৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০৮:৩৩:২০ অপরাহ্ন
পাকিস্তানের সঙ্গে ছিটকে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ড, বিপাকে নিউজিল্যান্ডও
এবার যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হারে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। ছিটকে যাওয়ার শঙ্কায় আছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। অন্যদিকে হাতে তিন ম্যাচ থাকলেও চাপে আছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ২০ দল নিয়ে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত এ আসরে চমক দেখাচ্ছে ছোট দলগুলো।

এবার বড় চমকটা দেখিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে কানাডাকে। ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করেছে মাত্র ৩ উইকেট হারিয়ে, ১৪ বল হাতে রেখেই। কিন্তু পুরো বিশ্বকে তারা চমকে দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। বিশ্বের অন্যতম বোলিং অ্যাটাকের বিপরীতে ১৫৯ রান তাড়া করতে নেমে হাতে ৭ উইকেট রেখেই প্রায় জয় তুলে নিয়েছিল তারা।

তবে ক্রিকেট বিশ্বকে রোমাঞ্চ উপহার দিতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে তারা ১৮ রান তুলে নিয়ে পাকিস্তানকে ১৩ রানে আটকে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয়। এ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে আছে তারা। শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইটা কঠিন হলেও আয়ারল্যান্ডকে হারানো তাদের পক্ষে অসম্ভব হবে না। আয়ারল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত ভারতেরও।

তবে গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানকে এখনই ছিটকে দেয়া যাচ্ছে না। পরের দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে যুক্তরাষ্ট্র যেন শেষ দুই ম্যাচে হারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান, কথা বলবে নেট রান রেট।

এদিকে গ্রুপ ‘বি’ থেকে সুবিধাজনক অবস্থায় আছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কল্যাণে ১ পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। পরের দুই ম্যাচে নামিবিয়া ও ওমানকে হারিয়ে টেবিলের শীর্ষে তারা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে তারা।
 
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চাপে আছে ইংল্যান্ড। নামিবিয়া ও ওমানের বিপক্ষে জয়ে স্কটল্যান্ডের সমান পয়েন্ট তুলে নিলেও তাদের ভাবতে হবে নেট রান রেট নিয়ে। সুপার এইটে পা রাখতে হলে তাদের পাড়ি দিতে হবে কঠিন পথে। এর মাঝে কোনো ম্যাচে বৃষ্টি বাধা দিলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
 
এদিকে গ্রুপ ‘সি’তে মাত্র এক ম্যাচ হেরেই বিপাকে নিউজিল্যান্ড। মূলত হাতে তিন ম্যাচ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ৮৪ রানের হার নেট রান রেটে তাদের অনেক পিছিয়ে দিয়েছে। যেটা বর্তমানে অবস্থান করছে -৪.২০০’তে। আবার পরের তিন ম্যাচের মধ্যে উগান্ডা আর পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলনামূলক সহজ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে তাদের। তার আগে প্রার্থনা করতে হবে আফগানিস্তানের বিপক্ষে যেন ক্যারিবীয়রা হারে।

কারণ পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ থাকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা রশিদদের বিদায় আশা করা আকাশ কুসুম কল্পনার মতো। তবে চাইলে আটকে দেয়া যাবে ক্যারিবীয়দের। যদিও ২ ম্যাচে ৪ পয়েন্টের সঙ্গে নেট রান রেটেও বেশ এগিয়ে তারা। তবে রভম্যান পাওয়েলরা পরের দুই ম্যাচ হারলে সেটা নিয়ে ভাবতে হবে না কিউইদের।
 
অন্যদিকে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটের পথে এক পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। শ্রীলঙ্কা বাদে এখনো সুপার এইটের টিকিট নিশ্চিত করার সুযোগ আছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপালের।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান