, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!

  • আপলোড সময় : ১০-০৬-২০২৪ ০৭:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৪ ০৭:২৭:১৫ অপরাহ্ন
মসজিদ থেকে জুতা চুরি, প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত!
এবার মসজিদ থেকে জুতা চুরির দায়ে এক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সরকার। অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে ইতোমধ্যে গ্রেফতারও করেছে কর্তৃপক্ষ।
 
এদিকে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে সম্প্রতি জুতা চুরির অভিযোগে মিশরের এক নাগরিককে গ্রেফতার করেছে কুয়েত কর্তৃপক্ষ। অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রতিবেদনে বলা হয়, অপরাধ ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এদিকে, মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা যায়, ওই প্রবাসী জুতা চুরির কাজে লিপ্ত। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান