, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অনিবন্ধিত ৩ লাখের বেশি হজযাত্রীকে বের করে দিলো সৌদি আরব

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৪ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৪ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন
অনিবন্ধিত ৩ লাখের বেশি হজযাত্রীকে বের করে দিলো সৌদি আরব
এবার মক্কা থেকে কয়েক হাজার অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। শনিবার (৮ জুন) পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি কর্মকর্তারা জানান, হজের সময়য় হজযাত্রীদের আগমনে মক্কায় ভীড় অনেক বেশি থাকে, যার ব্যবস্থাপনা করা বেশ কঠিন। গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ পবিত্র হজ পালন করেন।
 
জানা যায়, সাম্প্রতিক সময়ে পবিত্র শহর মক্কা থেকে এক লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি নাগরিককে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। তারা বিদেশ থেকে ফ্লাইট নিয়ে সৌদি আরব এলেও তাদের বেশিরভাগই এসেছেন টুরিস্ট ভিসায়। হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদেরকে মক্কা থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

এছাড়া আরও এক লাখ ৭১ হাজার ৫৮৭ জন মানুষকেও মক্কা থেকে বের করা হয়েছে, যারা মূলত সৌদি আরবের বাসিন্দা, কিন্তু তারা মক্কার অধিবাসী নন এবং তাদের হজ করার অনুমতি নেই। প্রসঙ্গত, এ বছর ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে। ইসলাম ধর্মের পাঁচ মূল স্তম্ভের অন্যতম হজ।

প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কুরআনের বিধান। হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা