, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


'৩০ রাউন্ড গুলি ছোঁড়েন কনস্টেবল'

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৪ ১২:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৪ ০৫:১৪:০৫ অপরাহ্ন
'৩০ রাউন্ড গুলি ছোঁড়েন কনস্টেবল'
গতকাল রাতে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশে গুলির ঘটনায় অভিযুক্ত কনস্টেবল কাউসার মোট ৩০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে জানিয়েছেন গুলশান জোনের উপ–পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম।

তিনি জানান, কনস্টেবল কাউসারের অস্ত্রে মোট ৩০ রাউন্ড গুলি ছিল। তিনি সবগুলোই ফায়ার করেছেন। আজ রোববার রিফাত রহমান শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় রিফাত রহমান শামীম বলেন, ‘আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল অভিযুক্ত কাউসারের কাছে। অস্ত্রটি ব্রাজিলের তৈরি। ৩০ রাউন্ড গুলি ছিলো অস্ত্রে। ৩০ রাউন্ডই ফায়ার করেছে কাউসার।’

গতকাল শনিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল কাউসার আলী গুলি করেন আরেক পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। আহত হন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ শেখ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে ঘটা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কনস্টেবল কাউসারকে নিরস্ত্র করা হয়। ছুটে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, গোয়েন্দা শাখাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না।
কলেজছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার

কলেজছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার