, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বজ্রসহ শিলা বৃষ্টির পূর্বাভাস

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৩ ০২:৪২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৩ ০২:৪৫:৩৭ অপরাহ্ন
বজ্রসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ পাবনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রশমিত হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় মংলায় সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, বদলগাছী, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, চুয়াডাঙ্গা, বরিশাল ভোলায় বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিন্ম ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।সূত্র-বাসস।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত