এবার চট্টগ্রামের পটিয়ায় নরমাল ডেলিভারির মাধ্যমে এক সাথে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী।
গতকাল শনিবার (৮ জুন) পটিয়া জেনারেল হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডা. সাথি ধরের তত্ত্বাবধানে হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. ইরতিফা ইসলাম ও স্টাফ নার্সসহ সংশ্লিষ্টদের যৌথ প্রচেষ্টায় কোহিনূর আক্তার (২৫) নামে ওই গৃহবধূ ফুটফুটে তিন সন্তানের জন্ম দেন।
এদিকে তিন সন্তানের মধ্যে দুইজন ছেলে ও একজন কন্যা সন্তান। গৃহবধূ কোহিনুর আকতার উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আবুর স্ত্রী। তাদের সাত বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে।