, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


আমাদের চোখের শান্তি: মুস্তাফিজকে নিয়ে চেন্নাই

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০৬:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০৬:২৪:৪০ অপরাহ্ন
আমাদের চোখের শান্তি: মুস্তাফিজকে নিয়ে চেন্নাই
এবারের আইপিএলে প্লে-অফে উঠতে না পারলেও চেন্নাই সুপার কিংসের অন্যতম পারফরমার ছিলেন মুস্তাফিজুর রহমান। কিপটে বোলিংয়ের পাশাপাশি ৯ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন তিনি। সেই পারফরম্যান্স জাতীয় দলেও টেনে নিয়ে এসেছেন ফিজ, চলছে বিশ্বকাপেও। জিম্বাবুয়ে সিরিজে ফিজ ২ ম্যাচ খেলে নেন ৩ উইকেট। যুক্তরাষ্ট্রে সিরিজে ৩ ম্যাচ খেলে নেন ১০ উইকেট।

বিশ্বকাপেও পারফরম্যান্সের সে ধারা অব্যাহত রেখেছেন কাটার মাস্টার। শনিবার (৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর তার প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই। ফেসবুকে চেন্নাই এক স্ট্যাটাসে লেখে,  ‘আমাদের চোখের শান্তি।’ সঙ্গে মুস্তাফিজের একটি ছবিও জুড়ে দেয় তারা।
 
এদিকে শ্রীলঙ্কার টপঅর্ডারের তিন ব্যাটারের মধ্যে দুজনকেই তুলে নেন মুস্তাফিজ। তাসকিমন আহমেদ কুশাল মেন্ডিসকে ফেরানোর পর ফিজ নেন কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার উইকেট। শেষদিকে মহেশ থিকশানাও তার শিকারে পরিণত হন। ওই ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে।

এর জবাবে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। রান তাড়ায় তাওহীদ হৃদয় ২০ বলে ৪০, লিটন দাস ৩৮ বলে ৩৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বলে ১৬ রান করেন। ২২ রান দিয়ে ৩ উইকেট নেয়া রিশাদ হোসেন হন ম্যাচসেরা।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি