, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ১২:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ১২:০৩:০২ অপরাহ্ন
বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়টি আসরেই খেলেছেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন প্রথম এই কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এমন মাইলফলক গড়তে যাওয়ার আগে নিজের অনুভূতি জানিয়ে আইসিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সেখানে সাকিব বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকার প্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’

এর আগে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আরও বিশ্বকাপ আসরে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার আইসিসির ভিডিওতে তিনি একই অভিপ্রায় প্রকাশ করেন, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি আরও কয়েকটা আসর আসছে (খেলতে পারব)।’ 🇧🇩
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা