, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


জর্ডানে প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজের শরীরে আগুন দিলেন এক ব্যক্তি

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ০৮:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৪ ০৮:০৮:২৭ অপরাহ্ন
জর্ডানে প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজের শরীরে আগুন দিলেন এক ব্যক্তি
এবার জর্ডানে প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। স্থানীয় বার্তাসংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলের আকাবা শহরে এ ঘটনা ঘটে। খবর মিডল ইস্ট মনিটরের।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ঠিক কী কারণে নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি।

শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বাসভবনের সামনে নিজ শরীরে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান এই ব্যক্তি। সন্দেহভাজন হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন নিরাপত্তাকর্মীরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।। 
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস