, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ দল

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ০৭:১৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৪ ০৭:১৫:৩০ অপরাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ দল
এবার ঘরের মাঠের হোম অ্যাডভান্টেজ পেয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে ওই লড়াইয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন অ্যাসাইনমেন্টের কাজে লেগে পড়েছে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে কাতারের উদ্দেশে দেশ ছেড়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।

এদিকে নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৭ জুন) কাতারের বিমান ধরেছে বাংলাদেশ দল। এই ম্যাচে জয়-হারের ওপর বাংলাদেশের কোন লাভ-ক্ষতি নেই। ৫ ম্যাচের মধ্যে ৪টি হেরে অনেক আগেই বিশ্বকাপের আশা শেষ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।  
 
খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ৩২ জনের দল নিয়ে কাতার যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ফুটবলার আছেন ২৩ জন। ২৩ জন ফুটবলারের এই দলে নেই মেহেদী হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে তার ভুলের কারণে একটি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।
 
এদিকে মেহেদী ছাড়াও কাতারগামী বিমানে জায়গা পাননি মোহাম্মদ আবদুল্লাহ ও রাব্বি হোসেন রাহুল। কার্ড সমস্যার কারণে ২৩ জনের দলে রাখা হয়নি বিশ্বনাথ ঘোষ ও মজিবর রহমান জনিকে। অস্ট্রেলিয়ার ম্যাচে চোট পেয়েছিলেন তারিক কাজী ও সোহেল রানা সিনিয়র। তবে সেই চোট নিয়েই তারা কাতার যাচ্ছেন।  
 
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ‘আই’ গ্রুপে নিজেদের হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১–১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এর আগে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দুই দল। তাতে দুইটি ম্যাচ জিতেছে লেবানন। আর ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় লেবাননকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া