, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


বাজেট: ১০০ টাকা রিচার্জে কথা বলা যাবে ৬৯.৩৫ টাকার

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ০৪:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ০৪:১৭:১৭ অপরাহ্ন
বাজেট: ১০০ টাকা রিচার্জে কথা বলা যাবে ৬৯.৩৫ টাকার
এবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইলফোনের কল রেটের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইলফোনে কথা বলার খরচও বাড়বে। নতুন কলরেট বৃহস্পতিবার (৬ জুন) থেকেই কার্যকর হতে পারে।

এদিকে মোবাইলফোন অপারেটর সূত্রে জানা গেছে, বাজেট ঘোষণার জন্য অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দেয়া শুরু করলেই এ সংক্রান্ত আদেশ (এসআরও) পাঠানো হয়। ফলে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টার পর থেকেই নতুন হারে গ্রাহকের কাছ থেকে কর কর্তন শুরু করা হতে পারে।
 
মোবাইলফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।
 
এদিকে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। আগে একই পরিমাণ রিচার্জে গ্রাহকরা ৭৩ টাকার কথা বলতে পারতেন। অর্থাৎ ১০০ টাকা রিচার্জে আগের চেয়ে ৩ টাকা ৬৫ পয়সার কথা কম বলতে পারবেন গ্রাহকরা।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি