, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এখন থেকে শুল্ক ছাড়া দুটির বেশি মোবাইল আনা যাবে না, স্বর্ণালঙ্কার নিয়ে নতুন সুপারিশ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ০৩:৩৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ০৩:৩৬:৪৯ অপরাহ্ন
এখন থেকে শুল্ক ছাড়া দুটির বেশি মোবাইল আনা যাবে না, স্বর্ণালঙ্কার নিয়ে নতুন সুপারিশ
আসন্ন বাজেটে ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হচ্ছে। একজন প্রবাসী ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল আনতে পারবেন শুল্ককর পরিশোধ করে। এছাড়া, ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। আজ বৃহস্পতিবার (৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে কাস্টমস শুল্ক ফাঁকি দেয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকার (২৪ ক্যারেটের স্বর্ণ) আনার প্রবণতা বাড়ছে বলে মনে করছে সরকার। এজন্য ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে।
 
এছাড়া, যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে। একইসাথে যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০২৩ এর বিধি ২ এ স্বর্ণালংকার এর সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব দেয়া হয়েছে।

আজ ৬ জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা