এবার ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ছয়বার বিশ্ব আসরে খেলা দলটির বিপক্ষে ভালো খেলা উপহার দেয়ার লক্ষ্য লাল-সবুজ জার্সিধারীদের। হোম ম্যাচ হওয়ায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল পৌনে ৫টায়।
এদিকে দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। বাংলাদেশ গত চার ম্যাচে মাত্র একটিতে ড্র করেছিল, সেটিও ছিল এই কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে। বিপরীতে অস্ট্রেলিয়া চার ম্যাচের চারটিতে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এশিয়ান কাপের পাশাপাশি বিশ্বকাপের পরের ধাপের বাছাইও নিশ্চিত সকারু’দের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে অতীত দুঃখ ভোলার তাড়না দেখালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, নিজ দেশের ভক্তদের সামনে নিজেদের মেলে ধরতে চান তারা। জামাল বলেন, মেলবোর্নে আবহাওয়া প্রতিকূল ছিল। অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পরে খেলতে হয়েছিল।
এছাড়া ৭-০ গোলে হারটি ছিল একটা ভুলের মতো। এবার নিজেদের মাঠে খেলা। সমর্থক থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। এখানে আমরা নিজেদের মেলে ধরতে চাই। মেলবোর্নে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে চাই। কালকে একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।
এদিকে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরাও শোনালেন একই কথা। উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে কোচ বলেন, যদি মেলবোর্নের ম্যাচের সাথে তুলনা করি, অবশ্যই সেখানে আমরা যে পারফরম্যান্স করেছিলাম, তার চেয়ে উন্নতি করার দায় আমাদের আছে এবং ওই ম্যাচেও আমাদের ভালো কিছু মুহূর্ত ছিল।
সেখানে আমরা ভিন্ন ভিন্ন কারণে ভুগেছিলাম, যার একটি দ্রুত গোল খাওয়া, যেটা আমরা আগামীকাল এড়াতে চাই। বিশ্বাস করি, আগামীকালের ম্যাচে আমরা টিকে থাকতে পারব এবং মেলবোর্নে যে পারফরম্যান্স করেছি, নিশ্চিতভাবে তার চেয়ে উন্নতির চেষ্টা করবো।
গত নভেম্বরে মেলবোর্নে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। শক্তি সামর্থ্য সম্পর্কে সব জানাই আছে। এমন আহামরি কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ জাতীয় দলের। বরং অস্ট্রেলিয়া আজকের ম্যাচ নিয়ে না ভেবে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবছে।
এদিকে ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। এদেশের কন্ডিশন ভিন্ন রকম, কিন্তু এটা নিয়েও ভাবছি না। এই মাঠ নিয়েও আমরা ভাবছি না। আমার আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে ভাবছি। অতীতে ৭ গোলে জিতেছি সেটা নিয়ে থেমে নেই। আগামীতে কী হবে তা নিয়ে আপনাকে ভাবতে হবে। ভবিষ্যৎ দল নিয়ে ভাবছি।
তিনি আরও বলেন, কন্ডিশন কোনো সমস্যা বা অজুহাত হবে না। আমাদের এখানে অনেক খেলোয়াড় আর্জেন্টাইন হাজার হাজার দর্শকের সামনেও খেলার অভিজ্ঞতা রয়েছে।