, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজায় জাতিসংঘের স্কুলে ইসরাইলের হামলা, ঝরল ২৭ প্রাণ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ১২:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ১২:৪৫:০৯ অপরাহ্ন
গাজায় জাতিসংঘের স্কুলে ইসরাইলের হামলা, ঝরল ২৭ প্রাণ
এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় ২৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) ইসরাইলি বাহিনী জানিয়েছে, ওই স্কুলটি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 

এদিকে ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলে হামলা চালানো হয়েছে। এতে ‘বেশ কয়েকজন সন্ত্রাসী’ নিহত হয়েছেন। 
 
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজায় জাতিসংঘ পরিচালিত ওই স্কুল ‘উদ্বাস্তুদের আবাস’ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দফতর এ তথ্য জানিয়েছে। 
 
তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: রয়টার্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান