, রবিবার, ৩০ জুন ২০২৪ , ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


কুরবানি কবে জানতে নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব  

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৪ ১১:৪০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৪ ১১:৪০:৪৭ পূর্বাহ্ন
কুরবানি কবে জানতে নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব  
পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ্জ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরব। গতকাল বুধবার (৫ জুন) দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়। খবর আল আরাবিয়া
 
এতে বলা হয়, আজ বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে। যদি খালি চোখে অথবা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখা যায় তাহলে স্থানীয় কর্তৃপক্ষকে সেই তথ্য জানাতেও বলা হয়েছে। 

এদিকে জিলহজ্জ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজাহার দিনক্ষণ নির্ধারণ করা হয়।ধারণা করা হচ্ছে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন। 
 
পবিত্র ঈদুল আজহায় বিশ্ব মুসলিম সম্প্রদায় মহান আল্লাহ’র নৈকট্য অর্জন এবং তার হুকুম পালনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কুরবানি দিয়ে থাকেন। 

এছাড়া পবিত্র জিলহজ্জ মাসে হজ অনুষ্ঠিত হয়ে থাকে। হজ পালনের উদ্দেশ্য পবিত্র নগরী মক্কায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি একত্রিত হন। হজ ইসলামের পঞ্চমতম বিধান এবং আর্থিক সামর্থবান প্রত্যেক নর-নারীর জন্য হজ পালন করা ফরজ। 
অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি

অবসরের ঘোষণা দিলেন রোহিত-কোহলি