, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বদলে গেল মুস্তাফিজদের দলের নাম

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৪ ০৮:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৪ ০৮:১৬:২৩ অপরাহ্ন
বদলে গেল মুস্তাফিজদের দলের নাম
চলতি বিশ্বকাপের পরই মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজকে নিয়ে আসন্ন আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছিলো ডাম্বুলা থান্ডার্স। তবে গত ২১ মে দলটির সহ-মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর দলটির সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ফলে, এলপিএলে মুস্তাফিজদের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। 

অবশেষে সকল শঙ্কা দূর করে নতুন মালিক পেয়েছে ডাম্বুলা। মুস্তাফিজদের দলকে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্ম। যার নাম সেকোইয়া কনসালটেন্টস। মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দলের নামও। ডাম্বুলা থান্ডার্স থেকে পরিবর্তন হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাম হয়েছে ডাম্বুলা সিক্সার্স। 

এদিকে ডাম্বুলা নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।’
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান 

রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ যাচ্ছে তালেবান